ভারতীয় দখলদার বাহিনী জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও কাঠুয়া জেলার বিভিন্ন এলাকায় টানা ঘেরাও ও তল্লাশি অভিযান (CASO) চালিয়ে যাচ্ছে।
কাশ্মীর মিডিয়া সার্ভিস জানিয়েছে, পুঞ্চ জেলার লাসানিয়া-সুরানকোট এলাকায় গত সোমবার ভারতীয় সেনাবাহিনীর ওপর হামলার পর থেকে ওই অঞ্চলে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় বাহিনী।
অভিযানে সেনাবাহিনীর সঙ্গে স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)-এর সদস্যরাও অংশ নিচ্ছেন। পুরো এলাকাজুড়ে কড়া নজরদারির পাশাপাশি বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। স্থানীয়দের চলাফেরায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
অন্যদিকে কাঠুয়া জেলার বিভিন্ন গ্রামীণ ও জঙ্গল ঘেরা এলাকাতেও চলছে টানা তল্লাশি। সেখানে ড্রোন ও স্নিফার কুকুর ব্যবহার করে তল্লাশি চালাচ্ছে ভারতীয় বাহিনী।
মানবাধিকার সংস্থাগুলোর ভাষ্য, দখলকৃত কাশ্মীরে এমন অভিযানগুলোর আড়ালে স্থানীয় জনগণের হয়রানি ও নিপীড়ন দিন দিন বাড়ছে।এর আগেও চলতি বছরের ২৬ মার্চ বারামুল্লা জেলায় এবং ২৯ জানুয়ারি পুরো জম্মু জেলাজুড়ে একই ধরনের অভিযান চালায় ভারতীয় বাহিনী।
সূত্র: কেএমএস







