মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক এক হামলা। ইসরায়েলের প্রধান ও ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন-কে লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এই ইরান সমর্থিত গোষ্ঠীটি।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি এক বিবৃতিতে জানান, শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দরের কাছাকাছি একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে জুলফিকার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যদিও সরাসরি বিমানবন্দরে হামলার কথা অস্বীকার করেছেন তিনি।
টাইমস অব ইসরায়েল জানায়, ক্ষেপণাস্ত্রগুলো মাঝপথেই ভূপাতিত করা হয়েছে এবং সেগুলো বিমানবন্দরে কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি।
তবে এখানেই থেমে থাকেনি হুথিদের তৎপরতা। সারি আরও দাবি করেন, একইদিন লোহিত সাগর ও আরব সাগরে টহলরত যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। এছাড়া যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার কথাও জানান তিনি।
এই হামলার পেছনে রয়েছে একদিন আগের একটি মার্কিন বিমান হামলা। গত বৃহস্পতিবার ইয়েমেনের রাস ইসা তেলের টার্মিনাল লক্ষ্য করে চালানো ঐ হামলায় নিহত হন কমপক্ষে ৭৪ জন এবং আহত হন আরও ১৭ জন। এটি ছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইয়েমেনে সবচেয়ে প্রাণঘাতী হামলা।
হুথি মুখপাত্র সারি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি হামলা চালানো অব্যাহত রাখে, তাহলে পাল্টা প্রতিক্রিয়াও আরও ভয়াবহ হবে। সংঘাত কমবে না, বরং আরও বাড়বে।’
সূত্র: এএ
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link