কাশ্মীরে নিরীহ জনগণের ওপর নিপীড়ন বাড়াতে কোবরা কমান্ডো গঠন করছে ভারত!

কাশ্মীরে নিরীহ জনগণের ওপর নিপীড়ন বাড়াতে নতুন কোবরা ব্যাটালিয়ন গঠন করছে ভারত!
কাশ্মীরে নিরীহ জনগণের ওপর নিপীড়ন বাড়াতে নতুন কোবরা ব্যাটালিয়ন গঠন করছে ভারত! ছবি : সংগৃহীত

ভারতীয় দখলদারিত্বাধীন জম্মু ও কাশ্মীরের নিরীহ জনগণের ওপর দমন-পীড়নের মাত্রা আরও বাড়াতে সেখানে নতুন করে একটি ‘কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজলিউট অ্যাকশন’ (CoBRA) গঠনের ঘোষণা দিয়েছে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)।

কাশ্মীর মিডিয়া সার্ভিস-এর তথ্য অনুযায়ী, সিআরপিএফ-এর মহাপরিচালক গ্যানেন্দ্র প্রতাপ সিং বাহিনীর ৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মধ্যপ্রদেশের নীমুচে আয়োজিত অনুষ্ঠানে বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে এই নতুন ইউনিট গঠন করা হচ্ছে। এটি জম্মু ও কাশ্মীর উপত্যকার জঙ্গলঘেরা এলাকাগুলোতে অভিযান পরিচালনা করবে।

উল্লেখ্য, এর আগে ২০০৮-০৯ সালে প্রথম কোবরা ব্যাটালিয়ন গঠিত হয়। এবার গঠিতব্য ব্যাটালিয়নটি হবে ১১তম কোবরা ইউনিট। এছাড়া ২০২৩ সালে কোবরা বাহিনীর বেশ কয়েকটি কোম্পানি কাশ্মীর উপত্যকায় বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করলেও তাদের তখন মোতায়েন করা হয়নি।

জঙ্গলে যুদ্ধ ও গেরিলা কৌশলে প্রশিক্ষিত এই কমান্ডোরা অত্যাধুনিক হামলাকারী অস্ত্র, যোগাযোগ যন্ত্র এবং নজরদারি প্রযুক্তি দিয়ে সজ্জিত থাকে।

আমাদের ফলো করুন