নিউজনেস্ট

পূর্ব গাজায় এক ইসরায়েলি সেনা নিহত, আহত চার

পূর্ব গাজায় এক ইসরায়েলি সেনা নিহত, আহত চার
পূর্ব গাজায় এক ইসরায়েলি সেনা নিহত, আহত চার। ছবি : সংগৃহীত

গাজার পূর্বাঞ্চলে একটি সাঁজোয়া যান লক্ষ্য করে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি গণমাধ্যম বলছে, গাজার আত তুফাহ এলাকায় এসব হামলা চালানো হয়।

গণমাধ্যমগুলো জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলছে। দখলদার ইসরায়েলের বিমান বাহিনীও এসব অঞ্চলে টানা হামলা চালাচ্ছে।

এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত ফিলিস্তিনিদের একাধিক ভিডিও ও প্রতিবেদনে বলা হয়, প্রতিরোধ যোদ্ধারা গাজার পূর্বাঞ্চলে একটি বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি ইসরায়েলি ট্যাংকে হামলা চালায়। পরে সেটিকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় একটি ক্ষেপণাস্ত্র। ঘটনার পর আহত সেনাদের হেলিকপ্টারে করে হাসপাতালগুলোতে সরিয়ে নেওয়া হয়।

ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, গাজার দক্ষিণে খান ইউনুসের পশ্চিমাঞ্চলের আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের বসতিগুলোর ওপরও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

এদিকে আজ ভোর থেকে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে অন্তত ৪১ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন। গত ৪৮ ঘণ্টায় শহিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে। আহত হয়েছেন আরও ২১৯ জন।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত