ভারতের উত্তরপ্রদেশের কানপুর জেলার সারসৌল এলাকায় ঘটে গেছে এক মর্মান্তিক ও উদ্বেগজনক ঘটনা। অভিযোগ উঠেছে, মাত্র ১৩ বছর বয়সী এক মুসলিম ছেলেকে হিন্দুত্ববাদী একদল কিশোর কাঁচের বোতল দিয়ে আঘাত করে। কারণ, সে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে অস্বীকার করেছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলেটির কাছে প্রথমে ওই কিশোরেরা এসে তার পা ছুঁয়ে প্রণাম করতে বলে। সে রাজি না হলে তারা জোর করে ‘জয় শ্রী রাম’ বলাতে চায়। ছেলেটি পুনরায় অস্বীকার করলে, এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায় এবং ভাঙা কাঁচের বোতল দিয়ে গুরুতরভাবে আঘাত করে।
হামলার ফলে শিশুটি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন তৎপরতার সাথে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ঘটনার পরপরই এফআইআর গ্রহণ করেছে এবং অভিযুক্তদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার পর সমাজের বিভিন্ন স্তরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিশুর বিরুদ্ধে এমন নৃশংস আচরণ এবং তাতে অপ্রাপ্তবয়স্কদের সম্পৃক্ততা নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। পাশাপাশি, এটি দেশের ধর্মীয় সহিষ্ণুতা, শিশুদের নিরাপত্তা ও মৌলিক অধিকার রক্ষার বিষয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছে।
সূত্র: এমএম
উপমহাদেশ ডেস্ক
- উপমহাদেশ ডেস্ক#molongui-disabled-link
- উপমহাদেশ ডেস্ক#molongui-disabled-link
- উপমহাদেশ ডেস্ক#molongui-disabled-link
- উপমহাদেশ ডেস্ক#molongui-disabled-link