উত্তরপ্রদেশের রেলস্টেশনে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের ছবি বিকৃত করল হিন্দু রাখশা দল!

উত্তরপ্রদেশের রেলস্টেশনে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের ছবি বিকৃত করল হিন্দু রাখশা দল!
উত্তরপ্রদেশের রেলস্টেশনে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের ছবি বিকৃত করল হিন্দু রাখশা দল! ছবি: সংগৃহীত

গত শুক্রবার ভারতের উত্তরপ্রদেশে গাজিয়াবাদ রেলস্টেশনে মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের একটি ছবি বিকৃত করা হয়েছে। অভিযোগ উঠেছে, ভুলক্রমে এটি আওরঙ্গজেবের ছবি মনে করে উগ্র ডানপন্থী হিন্দু রাখশা দলের সদস্যরা ছবিটি বিকৃত করে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, হিন্দু রাখশা দলের সদস্যরা ছবিটিতে কালো রং ছিটিয়ে দেন। প্রতিবাদের অংশ হিসেবে এই কাজ করে সংগঠনটি দায় স্বীকার করেছে। সংগঠনের প্রধান পিঙ্কি চৌধুরী বলেন, ‘যারা আমাদের মন্দির ধ্বংস করে মসজিদ বানিয়েছে, আমাদের বোনদের হত্যা করেছে— এমন ব্যক্তির ছবি এখানে থাকবে কেন? আজকের যুব সমাজ জেগে উঠেছে। তারা এমন ব্যক্তিদের সম্মান মেনে নেবে না।’

রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এই ঘটনার জন্য রেলওয়ে অ্যাক্টের ধারা ১৪৭ (অবৈধ প্রবেশ) এবং ১৬৬ (চিত্র বিকৃতি)-এর অধীনে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

ঘটনার সময় স্টেশনে রুটিন পরিদর্শনে উপস্থিত ছিলেন বিভাগীয় রেল ব্যবস্থাপক রূপেশ রমন ত্রিপাঠি। তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘আমি জানি ছবিটি বাহাদুর শাহ জাফরের ছিল। ১৮৫৭ সালের বিদ্রোহে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই কাজটা মোটেই ঠিক হয়নি। কারোই অধিকার নেই জনসম্পত্তি নষ্ট করার। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা পদক্ষেপ নেই।’

আরপিএফ-এর প্রধান কর্মকর্তা এস.এস. গাবরিয়াল জানান, যারা দোষী, তাদের শনাক্ত করার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঐতিহাসিক ব্যক্তিত্বদের তুলে ধরার একটি শিল্প প্রকল্পের অংশ হিসেবে স্টেশনে এই ছবি লাগানো হয়েছিল। তদন্ত শেষ হলে ছবিটি পুনরুদ্ধার করা হবে বলে জানানো হয়েছে।

আমাদের ফলো করুন