উত্তরপ্রদেশে ইসরায়েলি পণ্য বয়কটের পোস্টার লাগানোয় সাত মুসলিম গ্রেপ্তার!

ভারতের উত্তরপ্রদেশে ইসরায়েলি পণ্য বয়কটের পোস্টার লাগানোয় সাত মুসলিম গ্রেপ্তার!
ভারতের উত্তরপ্রদেশে ইসরায়েলি পণ্য বয়কটের পোস্টার লাগানোয় সাত মুসলিম গ্রেপ্তার!

ভারতের উত্তরপ্রদেশের সাম্ভল জেলার নারাউলি শহরে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে পোস্টার লাগানোর অভিযোগে সাত মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে হিন্দু্ত্ববাদী প্রশাসন। ওই পোস্টারগুলিতে লেখা ছিল ‘ফ্রি গাজা, ফ্রি প্যালেস্টাইন’ এবং এমন কিছু পণ্যের নাম, যেগুলো বয়কট করার আহ্বান জানানো হয়েছিল। কারণ, সেগুলো ইসরায়েলকে আর্থিকভাবে সাহায্য করে। এছাড়াও পোস্টারে মুসলিমদের প্রতি আহ্বান জানানো হয়েছিল, যেন তারা মুসলিমদের দোকান থেকেই কেনাকাটা করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম—আসিম, সাইফ, রহিস, মতলুব, ফারদিন, আরমান ও আরবাজ। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এই সাতজনকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে হিন্দু উগ্রপন্থী সংগঠন বজরং দল। সংগঠনটির স্থানীয় সদস্য নীতিন শর্মা অভিযোগ করে বলেন, ‘এটা শুধু পোস্টার নয়, এটা একটা ভয়ঙ্কর মানসিকতার প্রতিফলন। জেলায় সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার জন্যই এসব করা হচ্ছে। মুসলিমদের বলা হচ্ছে, তারা যেন কেবল মুসলিমদের কাছ থেকেই কেনাকাটা করে। এটা খুবই বিপজ্জনক প্রবণতা।’√নীতিন শর্মা আরও হুমকি দিয়ে বলেন, প্রশাসন যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়, তাহলে তারা নিজেরাই ব্যবস্থা নেবে। যদিও পুলিশ এখনও জানায়নি, কোন ধারায় ওই সাতজনকে অভিযুক্ত করা হয়েছে।√সূত্র: এমএন

আমাদের ফলো করুন