নিউজনেস্ট

ভারত অধিকৃত কাশ্মীরে ১২ কাশ্মীরির বাড়িঘর ধ্বংস করল দখলদার ভারতীয় বাহিনী

ভারত অধিকৃত কাশ্মীরে ১২ কাশ্মীরির বাড়িঘর ধ্বংস করল দখলদার ভারতীয় বাহিনী
ভারত অধিকৃত কাশ্মীরে ১২ কাশ্মীরির বাড়িঘর ধ্বংস করল দখলদার ভারতীয় বাহিনী। ছবি: সংগৃহীত

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে (আইআইওজেকে) চলতি সপ্তাহে অন্তত ১২ কাশ্মীরির বাড়ি ধ্বংস করেছে ভারতীয় বাহিনী। শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করে এসব বাড়ি গুঁড়িয়ে দেয় তারা।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাত দিয়ে জানা গেছে, আজ রোববার নতুন করে আরও পাঁচটি বাড়ি ধ্বংস করা হয়। বাড়িগুলো ছিল পুলওয়ামার ত্রালে আমির নাজির ওয়ানির বাবা-মা, বান্দিপোরায় জামিল আহমদ শের গোজরি, শোপিয়ানে আদনান সাফি দার ও আমির আহমদ দার এবং কুপওয়ারায় ফারুক আহমদ তেদওয়ার পরিবারের।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বহু বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার এখন ঘরহীন হয়ে দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছে।

এর আগে গত তিন দিনে একই কায়দায় আরও সাত কাশ্মীরির পৈতৃক বাড়ি ধ্বংস করে ভারতীয় বাহিনী। সব মিলিয়ে চারদিনে ১২টি বাড়ি ভেঙে দেওয়া হলো।

সমালোচকেরা বলছেন, ইসরায়েলি দখলদার কৌশল অনুসরণ করে কাশ্মীরে গৃহধ্বংস চালাচ্ছে ভারত। এর উদ্দেশ্য, কাশ্মীরি জনগণের মনোবল ভেঙে দেওয়া এবং প্রতিরোধ দমিয়ে রাখা।

অল পার্টিজ হুররিয়ত কনফারেন্সের (এপিএইচসি) মুখপাত্র আব্দুর রশিদ মিনহাস এক বিবৃতিতে এসব ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করে কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠ চরিত্র পরিবর্তন করতে চায়।

মিনহাস আরও জানান, গ্রেপ্তার, আটক, ভূমি দখল এবং বহিরাগতদের বসতি গড়ে তোলা—সবই বিজেপির ‘উপনিবেশায়ন’ নীতির অংশ। তবে কাশ্মীরের জনগণ জাতিসংঘ স্বীকৃত আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের আন্দোলনে অটল থাকবে বলেও জানান তিনি।

উপমহাদেশ ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত