চীন ভারত ও পাকিস্তানকে দ্বিপাক্ষিক উত্তেজনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একযোগে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ওপর জোর দিয়ে দেশটি বলেছে, দুই প্রতিবেশী রাষ্ট্রের উচিত সংঘাত নয়, শান্তির পথে হাঁটা।
আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারত ও পাকিস্তান যেন শান্তি ও স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং কোনো ধরনের উত্তেজনাকর পদক্ষেপ থেকে বিরত থাকে। আমরা ভারতের সামরিক পদক্ষেপে দুঃখ প্রকাশ করছি এবং সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বেগজনক গতিপ্রকৃতি নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত।
এদিকে সীমান্তের পরিস্থিতি নিয়ে এখনো ভারত বা পাকিস্তান সরকারের পক্ষ থেকে সরাসরি পাল্টা প্রতিক্রিয়া আসেনি। তবে কূটনৈতিক মহলে মনে করা হচ্ছে, চীন এই বিবৃতির মাধ্যমে আবারও তার ‘মধ্যস্থতাকারী’ ভূমিকার ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, ভারত-পাকিস্তান সম্পর্ক বহু বছর ধরেই জটিল। কাশ্মীর ইস্যু, সন্ত্রাসবাদ, সীমান্ত সংঘাতসহ নানা বিষয়ে দুই দেশের মধ্যে প্রায়ই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই পটভূমিতে চীনের হস্তক্ষেপমূলক বিবৃতি আগামী দিনগুলোতে নতুন কূটনৈতিক হিসাব-নিকাশ তৈরি করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
সূত্র: এজে
উপমহাদেশ ডেস্ক
- উপমহাদেশ ডেস্ক#molongui-disabled-link
- উপমহাদেশ ডেস্ক#molongui-disabled-link
- উপমহাদেশ ডেস্ক#molongui-disabled-link
- উপমহাদেশ ডেস্ক#molongui-disabled-link