তারিখ প্রদর্শন
লোগো

উপমহাদেশের উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্তে ঘটে গেছে এক অদ্ভুত-রহস্যজনক ঘটনা। মাত্র এক ভোরেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছেন ৬৬ জন ভারতীয় নাগরিক। অনুপ্রবেশকারীদের দাবি, তাদের জোর করেই সীমান্ত পার করিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ৭ই মে ভোরে। স্থানীয় সূত্র বলছে, সকাল ৫টার দিকে মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে তিনটি পরিবারের ২৭ জন বাংলাদেশে ঢুকে পড়ে। একই সময় পানছড়ি উপজেলার তিনটি পৃথক সীমান্ত পয়েন্ট দিয়ে আরও ৩৯ জন ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করেন।

জেলা প্রশাসনের প্রাথমিক তথ্যে জানা গেছে, মাটিরাঙ্গার তাইন্দং সীমান্ত দিয়ে ঢুকেছেন ১৫ জন, শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন এবং পানছড়ির রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ঢুকেছেন ২৪ জন।

শান্তিপুর দিয়ে যারা এসেছেন, তারা প্রথমে স্থানীয় হাজীপাড়া এলাকায় আবুল মাস্টার নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে বিজিবির একটি টহল দল গিয়ে সবাইকে আটক করে। বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছেন।

উল্লেখযোগ্য তথ্য হলো—অনুপ্রবেশকারী ২৭ জন নিজেদের ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন। তারা গুজরাটি ও বাংলা ভাষায় কথা বলতে পারেন। তবে পানছড়ির সীমান্ত দিয়ে আসা বাকিদের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নাজমুন আরা সুলতানা বলেন, ‘মোট ৬৬ জন ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করেছেন বলে নিশ্চিত হয়েছি। বিজিবি তাদের হেফাজতে রেখেছে এবং স্থানীয় প্রশাসন ও পুলিশ এ নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। আমরা তাদের দ্রুত পুশব্যাকের (ফেরত পাঠানোর) ব্যবস্থা নিচ্ছি।’

স্থানীয়দের মনে প্রশ্ন—ভারতের অভ্যন্তর থেকে হঠাৎ করে এত লোক সীমান্ত পেরিয়ে এল কীভাবে? আর কেনইবা বাংলাদেশকেই তাদের ঠেলে পাঠানো হলো?

বিষয়টি নিয়ে সরকারি পর্যায় থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনা যদি বারবার ঘটে, তাহলে তা সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *