তারিখ প্রদর্শন
লোগো

পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, ভারত নিজ দেশের শিখ সম্প্রদায়কে লক্ষ্য করে ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে ছোড়া এসব মিসাইল ভারতের পাঞ্জাব রাজ্যের বিভিন্ন এলাকায় আঘাত হানে। তবে এখনো ভারতের পক্ষ থেকে এই অভিযোগের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

জেনারেল আহমেদ শরীফের দাবি অনুযায়ী, মিসাইলগুলো ছোড়া হয়েছে পাঞ্জাবের ঝালান্দার বিভাগের অদমপুর এলাকা থেকে। একটি মিসাইল অদমপুরেই আঘাত হানে, বাকি পাঁচটি পড়ে পাঞ্জাবের অমৃতসরে। তিনি দাবি করেন, এই হামলার লক্ষ্য ছিল শিখ সম্প্রদায়ের বসবাসকারী অঞ্চলগুলো।

গোয়েন্দা প্রধান বলেন, ‘ভারত এখন নিজ দেশের জনগণের ওপরই ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে। এটা শুধু বিস্ময়করই নয়, বরং উদ্বেগজনকও। আমাদের সহানুভূতি আছে শিখ ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি, যারা এখন ভারতের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার।’

এই মন্তব্যের পেছনে ইঙ্গিত রয়েছে সাম্প্রতিক সময়ে ভারতের ভেতরে শিখদের স্বাধীনতার দাবিতে ‘খালিস্তান’ আন্দোলনের পুনরুত্থানের দিকেও। যদিও ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্টভাবে কিছু বলা হয়নি, তবে বিশ্লেষকরা মনে করছেন, এ ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।

রাতভর আতঙ্ক, ব্ল্যাকআউটের নির্দেশ

অমৃতসরের স্থানীয় প্রশাসন রাতেই সতর্কতা জারি করে। শহরজুড়ে বাজানো হয় সাইরেন। বিভাগীয় কমিশনার বাসিন্দাদের ব্ল্যাকআউট নিশ্চিত করার অনুরোধ জানান। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর মেলেনি।

এর মাত্র কয়েকদিন আগেই ভারত আজাদ কাশ্মিরসহ পাকিস্তানের কিছু এলাকায় মিসাইল হামলা চালিয়েছিল। তখনও সবার আগে খবরটি জানান জেনারেল আহমেদ শরীফ। পরে ভারত হামলার বিষয়টি স্বীকার করলেও, তা সীমান্তবর্তী সন্ত্রাসবাদ দমনের অংশ বলে দাবি করে।

এখন আন্তর্জাতিক মহলের দৃষ্টি ভারত সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দিকে। যদি সত্যিই এ হামলা দেশের ভেতরকার কোনো সম্প্রদায়ের ওপর হয়ে থাকে, তাহলে তা ভারতীয় রাজনীতির একটি ভয়াবহ মোড় হিসেবে বিবেচিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *