নিউজনেস্ট

সিন্দুরের পাল্টা জবাবে পাকিস্তানের অপারেশন ‘বুনিয়ানুল মারসুস’

সিন্দুরের পাল্টা জবাবে পাকিস্তানের অপারেশন ‘বুনিয়ানুল মারসুস’
সিন্দুরের পাল্টা জবাবে পাকিস্তানের অপারেশন ‘বুনিয়ানুল মারসুস’। ছবি: সংগৃহীত

ভারতীয় হামলার জবাবে পাকিস্তান ‘বুনিয়ানুল মারসুস’ নামে একটি পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক ঘোষণায় জানানো হয়, ভারতের মিসাইল ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে পাকিস্তানি বাহিনী এই অভিযান শুরু করে।

পাকিস্তানি সামরিক বাহিনীর বরাতে জানা যায়, পাকিস্তান ২০টিরও বেশি ভারতীয় সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এই অভিযানে একটি ভারতীয় রাফায়েল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার পাশাপাশি পাইলটকে গ্রেপ্তার করার দাবি করা হয়েছে।

রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে এক পাকিস্তানি কর্মকর্তা জানান, অভিযানের লক্ষ্যস্থলগুলোর মধ্যে ভারতের পাঞ্জাব রাজ্যের বায়াসে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার অন্তর্ভুক্ত। এছাড়া পাঠানকোট ও উধমপুর বিমানঘাঁটিতেও বোমা হামলা চালানো হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজৌরি সামরিক ঘাঁটিতে হামলার সময় ভারতীয় ডেপুটি কমিশনার রাজ কুমার থাপার নিহত হন। একইসঙ্গে, হামলায় একজন সংসদ সদস্য নিহত হওয়ার খবরও প্রকাশিত হয়েছে, যদিও এটি সরকারি সূত্রে এখনও নিশ্চিত হয়নি।

পাকিস্তান জানিয়েছে, ভারতীয় আগ্রাসনের প্রতিক্রিয়ায় তারা ‘বুনিয়ানুল মারসুস’ শুরু করেছে। দেশটির সেনাবাহিনীর দাবি, ভারতের তরফ থেকে রাওয়ালপিন্ডির ‘নূর খান এয়ারবেস’, শুকওয়াল শহরের কাছাকাছি ‘মুরিদ’ ঘাঁটি এবং মধ্য পাঞ্জাবের ‘শোরকোট’ সামরিক ঘাঁটিতে ধারাবাহিকভাবে হামলা চালানো হয়। এই ধারাবাহিক আক্রমণের পরিপ্রেক্ষিতেই পাকিস্তান জবাবি সামরিক অভিযান শুরু করেছে বলে জানানো হয়।

পাকিস্তানি সেনাবাহিনীর মতে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। যেসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা যায়নি, সেগুলোর বেশিরভাগই লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সংসদে দেওয়া বক্তব্যে বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত ও সক্রিয়ভাবে প্রতিরোধে নিয়োজিত আছে।’এদিকে পাকিস্তান বিমানবাহিনী জানায়, গত বুধবার এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে ১০০টিরও বেশি পাকিস্তানি ও ভারতীয় যুদ্ধবিমান অংশ নেয়।

বর্তমান পরিস্থিতি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থার আশঙ্কা বৃদ্ধি করেছে। আন্তর্জাতিক মহল দুই দেশের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

উপমহাদেশ ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত