নিউজনেস্ট

ভারতের উত্তর প্রদেশে ‘জয় শ্রীরাম’ বলাতে বাধ্য করা সহ ৮০ বছরের বৃদ্ধ মুসলিম কৃষককে মারধর!

ভারতের উত্তর প্রদেশে ‘জয় শ্রীরাম’ বলাতে বাধ্য করা সহ ৮০ বছরের বৃদ্ধ মুসলিম কৃষককে মারধর!
ভারতের উত্তর প্রদেশে ‘জয় শ্রীরাম’ বলাতে বাধ্য করা সহ ৮০ বছরের বৃদ্ধ মুসলিম কৃষককে মারধর! ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ এলাকার আমরপুর গড়ি গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ৮০ বছর বয়সী এক বৃদ্ধ মুসলিম কৃষক মোহাম্মদ ইসরাইলকে নির্মমভাবে মারধর করে এবং ‘জয় শ্রীরাম’ বলাতে বাধ্য করে উগ্র হিন্দুত্ববাদী দুই যুবক।

ঘটনাটি ঘটে গত ১১ই মে। তখন মোহাম্মদ ইসরাইল নিজের ক্ষেতে পানি দিচ্ছিলেন। সেই সময় দুই যুবক, আকাশ ও আহভি, তার কাছে এসে নাম জানতে চায়। তার নাম এবং ধর্মীয় পরিচয় জানার পর, তারা তাকে হিন্দু ধর্মীয় স্লোগান ‘জয় শ্রীরাম’ বলতে জোর করে।ইসরাইল এতে বাধা দিলে দুই যুবক প্রথমে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। পরে তারা তাকে ফালার মতো ধারালো অস্ত্র দিয়েও আঘাত করে। এতে মোহাম্মদ ইসরাইল মারাত্মকভাবে আহত হন ও রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।

পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে ঘটনার দিনই অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের সঙ্গে ইসরাইলের কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল না। বরং ঘটনাটি ধর্মীয় বিদ্বেষ থেকেই সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

এই ঘটনা স্থানীয় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। সংখ্যালঘুদের প্রতি ক্রমবর্ধমান বিদ্বেষমূলক হামলার প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমানে মোহাম্মদ ইসরাইল চিকিৎসাধীন রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।

উপমহাদেশ ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত