জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার পর আসামে পাকিস্তানপন্থী সমর্থনের ভূইফোঁড় অভিযোগে এখন পর্যন্ত ৫৮ জন নিরপরাধ মুসলিম যুবককে গ্রেফতার করেছে হিন্দুত্ববাদী পুলিশ। এছাড়া গত মঙ্গলবার সোনিতপুর জেলা থেকে আরও দুজনকে গ্রেফতার করার তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
এক্স-এ দেওয়া পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘৫৮ জন পাকিস্তানপন্থী এখন জেলে। তারা বিশেষ যত্ন পাবে।’ তিনি আরও জানান, ’কাউকেই ছাড়া হবে না।’
তবে স্থানীয় মুসলিমরা বলছেন, এই অভিযান আসলে মুসলিম যুবকদের টার্গেট করে নির্যাতন করার জন্যই করা হয়েছে। গুয়াহাটির এক গবেষক বলেন, ‘যুদ্ধবিরোধী বা শান্তির ডাক দেওয়া পোস্টগুলো কিভাবে দেশদ্রোহী হয়?’
গ্রেফতারদের মধ্যে AIUDF বিধায়ক আমিনুল ইসলামও রয়েছেন। তাঁর বিরুদ্ধে পাকিস্তানের পক্ষ নেওয়া ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কয়েকজনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (NSA) প্রয়োগ করা হবে।
সূত্র: এমএম







