নিউজনেস্ট

গাজায় একদিনেই শহিদ ৯৩, শহিদদের সংখ্যা ৫৩ হাজার ৬০০ ছাড়াল

গাজায় একদিনেই শহিদ ৯৩, শহিদদের সংখ্যা ৫৩ হাজার ৬০০ ছাড়াল
গাজায় একদিনেই শহিদ ৯৩, শহিদদের সংখ্যা ৫৩ হাজার ৬০০ ছাড়াল। ছবি : আল জাজিরা

পূর্বের ক্ষত শুকাতে না শুকাতেই আবারও রক্তে ভিজল গাজা। মাত্র একদিনের ব্যবধানে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় শহিদ হয়েছেন আরও অন্তত ৯৩ জন ফিলিস্তিনি। এতে আহতের সংখ্যা ছাড়িয়েছে আড়াই শতাধিক। নতুন করে যুক্ত এই হতাহতের ঘটনা গাজায় চলমান মানবিক বিপর্যয়কে আরও গভীর করে তুলেছে।

আল জাজিরার বরাতে জানা গেছে, গতকাল বুধবার ভোর থেকে শুরু হওয়া হামলায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করে দখলদার ইসরায়েলি বাহিনী। চিকিৎসা সূত্র জানিয়েছে, এসব হামলায় অন্তত ৯৩ জন শহিদ হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বুধবার পর্যন্ত শহিদদের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৬৫৫ জনে। শুধু গত ২৪ ঘণ্টায়ই শাহাদাড বরণ করেছেন ৮২ জন। আহত হয়েছেন ২৬২ জন। যুদ্ধ শুরুর পর থেকে আহতের সংখ্যা পেরিয়ে গেছে ১ লাখ ২১ হাজার ৯৫০ জনে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। বহু এলাকায় উদ্ধারকারী দল পৌঁছাতে পারছে না নিরাপত্তা ঝুঁকি ও হামলার ভয়ে। ফলে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির পরিদর্শনে যাওয়া একদল বিদেশি কূটনীতিকের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক অঙ্গনে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিষয়টি নিয়ে কড়া সমালোচনার মুখে পড়েছে তেলআবিব। বিশেষ করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর ইসরায়েলের এ ধরনের আগ্রাসন আন্তর্জাতিক কূটনৈতিক মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত