ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি দূতাবাসের কর্মচারীসহ নিহত ২

ওয়াশিংটনে গুলিবর্ষণে ইসরায়েলি দূতাবাসের কর্মচারীসহ নিহত ২
ওয়াশিংটনে গুলিবর্ষণে ইসরায়েলি দূতাবাসের কর্মচারীসহ নিহত ২। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ইহুদি জাদুঘরের কাছে এক গুলিবর্ষণের ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ইসরায়েলি দূতাবাসের কর্মচারী বলে নিশ্চিত করেছে স্থানীয় নিরাপত্তা সূত্র।

আমেরিকান সংবাদমাধ্যমগুলো জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলে অবস্থিত জিউইশ মিউজিয়ামের কাছে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। মার্কিন নিরাপত্তা বাহিনী এখনো ঘটনাটিকে ঘিরে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে তদন্ত চলছে বলে জানা গেছে।

নিউইয়র্ক পোস্টসহ বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত দুজনেরই ইসরায়েলি দূতাবাসের সঙ্গে সংযোগ ছিল। আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃতদের মধ্যে ইসরায়েলি দূতাবাসের আরও কর্মচারীরা আহত হয়েছেন।

ঘটনার পর জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এক বিবৃতিতে বলেন, ‘দূতাবাস কর্মচারী এবং ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে এই ধরনের সহিংসতা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি একটি লাল রেখা অতিক্রম করেছে।’

তিনি আরও বলেন, ‘ওয়াশিংটনে ইহুদি জাদুঘরের বাইরে এই প্রাণঘাতী হামলা একটি সুস্পষ্ট ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা। আমি নিশ্চিত, মার্কিন কর্তৃপক্ষ অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’

এখনো পর্যন্ত ঘটনার পেছনে কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল—সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ইসরায়েলি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এটি পূর্বপরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাটি ঘিরে ওয়াশিংটনজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ইহুদি প্রতিষ্ঠানগুলোর আশপাশে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

আমাদের ফলো করুন