গাজার খান ইউনিসের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের এক সাহসী অভিযানে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর অন্তত ১০ সদস্য হতাহত হয়েছে বলে জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে আল কুদস ব্রিগেড জানায়, ইউরোপীয় আবাসিক এলাকার একটি ভবনের ভেতরে অবস্থান নেওয়া একটি বিশেষ ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে টিবিজি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলার সময় ওই সেনারা গোপনে সেখানে আশ্রয় নিয়েছিল। ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হানায় উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটে বলে কুদস ব্রিগেড দাবি করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টায় এ হামলা চালানো হয় এবং সফলভাবে অভিযান শেষে যোদ্ধারা নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে।
পাশাপাশি হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের সঙ্গে যৌথভাবে পরিচালিত অভিযানে আরও একটি দখলদার ইসরায়েলি সেনা দলকে সরাসরি হামলা চালিয়ে সম্পূর্ণভাবে নির্মূল করা হয়েছে বলে জানায় আল কুদস ব্রিগেড।
অপরদিকে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ হামলা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
উল্লেখ্য, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের অভিযানের খবর শুধু সামরিক লড়াইয়ে অগ্রগতিরই প্রমাণ নয়, বরং এটি পুরো গাজা সংকটে ফিলিস্তিনি প্রতিরোধের কৌশল, সাহস ও আত্মত্যাগের একটি জীবন্ত উদাহরণ।
সূত্র: টিআরটি অ্যারাবিক