ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেনের উপকূলীয় শহর আল হুদায়দায় একের পর এক বিমান হামলা চালিয়েছে বলে হুতি-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম আল-মাসিরা টিভি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্য ছিল আল হুদায়দা, রাস ইসা ও আল-সালিফ বন্দর এবং রাস কানাতিব বিদ্যুৎকেন্দ্র। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র হামলার আগে এসব স্থানে অবস্থানরতদের সরিয়ে নেওয়ার সতর্কতা দিয়েছিলেন।
হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি জানান, ইয়েমেনি বিমান বাহিনী ’জায়নিস্ট আগ্রাসনের’ বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। তবে এখনও পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, হামলার লক্ষ্য ছিল ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি জাহাজ, যা হুতিরা ২০২৩ সালে রেড-সী দখল করে নেয়। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইয়েমেনকে তেহরানের মতোই প্রতিহত করা হবে।’
উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে হুতিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। পাশাপাশি, রেড-সী ও আশপাশের সমুদ্রে বাণিজ্যিক জাহাজগুলোকেও লক্ষ্য করছে তারা।
সূত্র: এমএম