আগ বাড়িয়ে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে বড় ধাক্কা খেল ভারত, নিহত প্রায় ২৫০ সেনা!

আগ বাড়িয়ে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে বড় ধাক্কা খেল ভারত, নিহত প্রায় ২৫০ সেনা!
আগ বাড়িয়ে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে বড় ধাক্কা খেল ভারত, নিহত প্রায় ২৫০ সেনা!। ছবি: সংগৃহীত

গত কয়েক মাস আগে ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার জেরে প্রতিবেশী পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিঁদুর’ নামের এক গোপন অভিযানে নামে ভারত। তবে সীমান্ত পেরিয়ে চালানো সেই অভিযানে উল্টো বড় ধাক্কা খেয়েছে দেশটির সেনাবাহিনী।

পাকিস্তানের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের দাবি, মে মাসে সংঘটিত এই অভিযানে পাকিস্তানি সেনাদের হাতে অন্তত ২৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে। যদিও ভারত সরকার এই তথ্য আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। বরং নিহতদের পরিচয় গোপন রাখতে সেনা পরিবারগুলোকে চাপে রাখা হচ্ছে বলে জানায় সূত্রটি।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, এই অভিযানে ভারতের বিমানবাহিনীর একাধিক সদস্য, কয়েকজন রাফাল পাইলট ও এস-৪০০ ক্ষেপণাস্ত্র ইউনিটের অপারেটরসহ বিভিন্ন ইউনিটের সেনারা প্রাণ হারিয়েছেন।

বিশ্লেষকদের মতে, তথ্য গোপন করে ভারত যুদ্ধ পরিস্থিতি এড়াতে চাইলেও বাস্তবতা দীর্ঘদিন ঢেকে রাখা যায় না। নিহত সেনাদের প্রতি ন্যায্য সম্মান দেখিয়ে সরকারকে স্বচ্ছ আচরণ করার পরামর্শ দিয়েছেন অনেকে।

এদিকে আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা বাড়ছে। অনেকেই প্রশ্ন তুলছেন—আসলে ভারতের সেই অভিযানে কী ঘটেছিল? আর সত্যটা কি সামনে আসবে?

আমাদের ফলো করুন