তারিখ প্রদর্শন

২০২৪ সাল পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর জন্য এক রক্তাক্ত বছর

২০২৪ সাল পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর জন্য এক রক্তাক্ত বছর
২০২৪ সাল পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর জন্য এক রক্তাক্ত বছর। ছবি: হুররিয়াত রেডিও

পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালটি ছিল গত এক দশকের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর জন্য সবচেয়ে রক্তাক্ত বছর। ইসলামাবাদ ভিত্তিক গবেষণা ও নিরাপত্তা গবেষণা কেন্দ্র (CRSS)-এর উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

৪৪৪টি হামলায় ৬৮৫ সেনাসদস্য নিহত

পাকিস্তানি সংবাদপত্র দ্য ডন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর মোট ৪৪৪টি হামলা হয়েছে। এতে ৬৮৫ জন সেনাসদস্য নিহত হয়েছেন। এছাড়া সামগ্রিকভাবে বেসামরিক ও সামরিক মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৬১২ জনে।

সুরক্ষা পরিস্থিতির অবনতি: ৬৬% বৃদ্ধি

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে নিরাপত্তা সম্পর্কিত ঘটনাগুলো ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত কয়েক বছরে এই বৃদ্ধির হার ছিল যথাক্রমে ২০২১ সালে ৩৮%, ২০২২ সালে ১৫%, এবং ২০২৩ সালে ৫৬%।

টিটিপি ও বেলুচ বিদ্রোহীদের হামলা

২০২৪ সালে টিটিপি ও বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তানের সামরিক স্থাপনাগুলোর ওপর একাধিক মারাত্মক হামলা চালিয়েছে । প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্বাধীন সূত্রের দাবি অনুযায়ী প্রকৃত হতাহতের সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে বেশি হতে পারে।

এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি চরম সংকটে পড়েছে, যা দেশটির ভবিষ্যৎ নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের কারণ।

আমাদের ফলো করুন