২০২৫ সাল বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুরু হলো নতুন আশা আর পরিকল্পনা নিয়ে। ২০২৪ সাল যেমন ব্যস্ত ছিল, তেমনি ২০২৫ সালও বাংলাদেশ ক্রিকেটের জন্য হতে যাচ্ছে সমান গুরুত্বপূর্ণ। এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামবে বাংলাদেশের পুরুষ ও নারী ক্রিকেট দল। আইসিসি টুর্নামেন্ট থেকে শুরু করে দ্বিপাক্ষিক সিরিজ, সব মিলিয়ে বছরজুড়ে থাকবে খেলা আর প্রস্তুতির ব্যস্ততা।
২০২৫ পুরুষ ক্রিকেট দলের কর্মসূচি
- বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল বছরের শুরুতেই অংশ নিবে অন্যতম বড় টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে। এরপর রয়েছে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ, টেস্ট, ওয়ানডে ও টি-২০।
- বছরের প্রথম মাসে চলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। জাতীয় দলের খেলা শুরু হবে ফেব্রুয়ারি থেকে।
- ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য থাকছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বাংলাদেশ।
- মার্চ-এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে ৩টি ওয়ানডে ও ৩টি টি-২০ খেলবে বাংলাদেশ।
- মে মাসে পাকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে ৩টি ওয়ানডে ও ৩টি টি-২০ খেলবে বাংলাদেশ।
- জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-২০ খেলবে বাংলাদেশ।
- আগস্টে ভারতের বিপক্ষে হোম সিরিজে ৩টি ওয়ানডে ও ৩টি টি-২০ খেলবে বাংলাদেশ।
- সেপ্টেম্বরে এশিয়ার কাপে অংশ নেবে বাংলাদেশ।
- অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে ৩টি ওয়ানডে ও ৩টি টি-২০ খেলবে বাংলাদেশ।
- নভেম্বর-ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-২০ খেলবে বাংলাদেশ।
২০২৫ নারী ক্রিকেট দলের কর্মসূচি
নারী ক্রিকেট দলও ব্যস্ত সময় পার করবে এ বছর। বছরের শুরুতেই খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বছর শেষে রয়েছে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ।
- জানুয়ারি-ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে ৩টি ওয়ানডে ও ৩টি টি-২০ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট টিম।
- সেপ্টেম্বর-অক্টোবরে নারী ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট টিম। তবে সরাসরি বিশ্বকাপে খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিততে হবে। না হলে খেলতে হবে বাছাইপর্ব।
- ডিসেম্বরে ভারতের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে।
পুরুষ দলের লক্ষ্য হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো পারফর্ম করা এবং এশিয়া কাপ ও দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ধারাবাহিকতা ধরে রাখা। অন্যদিকে নারী দলের জন্য ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করা হবে অন্যতম বড় চ্যালেঞ্জ। ২০২৫ সাল হবে বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস তৈরির সুযোগ।







