নিউজনেস্ট

চীনের নতুন প্রশাসনিক অঞ্চল ঘোষণায় উত্তপ্ত ভারত!

চীনের নতুন প্রশাসনিক অঞ্চল ঘোষণায় উত্তপ্ত ভারত!
ভারতের লাদাখ অঞ্চল। ছবি : সংগৃহীত

চীন উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং প্রদেশে দুটি নতুন প্রশাসনিক অঞ্চল (কাউন্টি) প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। যেখানে উইঘুর মুসলমানদের বসবাস। তবে, এ পদক্ষেপ নিয়ে প্রতিবেশী ভারতের তীব্র আপত্তি উঠেছে। ভারতের দাবি, নতুন এই দুই অঞ্চলে তাদের লাদাখের ভূখণ্ডের অংশও অন্তর্ভুক্ত করেছে চীন। এই ঘটনাকে কেন্দ্র করে নয়াদিল্লি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বেইজিংয়ের কাছে প্রতিবাদ জানিয়েছে।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া গত ২৭ ডিসেম্বর ঘোষণা দেয়, শিনজিয়াং প্রদেশে হোটান প্রিফেকচারের অধীনে দুটি নতুন কাউন্টি গঠিত হয়েছে। এই কাউন্টিগুলোর নাম দেওয়া হয়েছে হে’আন কাউন্টি এবং হেকাং কাউন্টি। সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্র পরিষদ এই দুটি নতুন কাউন্টি অনুমোদন করেছে।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই নতুন কাউন্টির কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের ভেতরে পড়ে। তিনি বলেন, আমরা কখনোই এই এলাকায় চীনের অবৈধ দখলদারিকে স্বীকৃতি দিইনি। নতুন কাউন্টি তৈরির বিষয়টিতেও আগের অবস্থার বিপরীত হবে না। লাদাখের ওপর ভারতের সার্বভৌমত্ব নিয়ে আমাদের দীর্ঘদিনের শক্ত অবস্থানকে আমরা সব সময় ধরে রাখবো।

ভারত আরও জানিয়েছে, তারা এই ইস্যুতে চীনকে কঠোর কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে। নয়াদিল্লি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, চীনের এ পদক্ষেপ কোনোভাবেই বৈধতা পাবে না।উল্লেখ্য, সম্প্রতি পূর্ব লাদাখ সীমান্তে ভারত ও চীন দীর্ঘ আলোচনার পর সেনা প্রত্যাহার করে নেয়। এই সমঝোতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক কিছুটা স্থিতিশীল হওয়ার ইঙ্গিত মিলেছিল। তবে, চীনের এই নতুন পদক্ষেপ আবারও দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বৃদ্ধি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত