মার্কিন ফেডারেল তদন্ত সংস্থা (এফবিআই) জানিয়েছে, আফগানিস্তানে দায়িত্ব পালনকালে মানসিক যন্ত্রণা ভোগ করার পর মথিউ অ্যালেন নামে এক সাবেক মার্কিন সেনা গাড়ি বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার ট্রাম্প হোটেলের কাছে এই ঘটনা ঘটে।
এফবিআইয়ের তদন্ত কর্মকর্তা স্পেনসার ইভানস জানান, মথিউ অ্যালেন মানসিক চাপের কারণে এই পথ বেছে নেন। তদন্তে দেখা গেছে, বিস্ফোরণের আগে তিনি নিজেকে গুলি করেন, এরপর গাড়ি বোমা বিস্ফোরণ ঘটান।
আফগানিস্তানে যুদ্ধরত সেনাদের মধ্যে মানসিক সমস্যার প্রকোপ ক্রমাগত বাড়ছে। মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন, সামরিক অভিযানের সময় ক্রমাগত ভয় এবং উদ্বেগে থাকার ফলে এই মানসিক চাপ তৈরি হয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনা কেবল ব্যক্তিগত দুর্দশার নয়, বরং সামরিক বাহিনীর ওপর মানসিক চাপের ভয়াবহ প্রভাবেরও উদাহরণ।







