আফগানিস্তানে প্রথমবারের মতো চালু হল গাইডেড মিসাইল ব্যবস্থা

আফগানিস্তানে প্রথমবারের মতো চালু হল গাইডেড মিসাইল ব্যবস্থা
আফগানিস্তানে প্রথমবারের মতো চালু হল গাইডেড মিসাইল ব্যবস্থা। ছবি: হুররিয়াত রেডিও

সম্প্রতি আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তারা সফলভাবে ‘মিয়ালান কনকোর্সি (9M135)’ নামের একটি অত্যাধুনিক গাইডেড মিসাইল ব্যবস্থা চালু করেছে। এটি দেশের সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি চালু করার আগে এর কার্যক্রম পরিচালনায় দক্ষ সৈনিক তৈরিতে জোর দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়েতুল্লাহ খাওয়ারজমি জানিয়েছেন, ১৩ জন সাহসী তরুণ এই প্রযুক্তি পরিচালনায় এক মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। অত্যাধুনিক এই প্রশিক্ষণ তাদের প্রযুক্তিগত দক্ষতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

মিয়ালান কনকোর্সি ব্যবস্থাটি সাঁজোয়া ট্যাংক, যুদ্ধজাহাজ এবং নিচু উচ্চতায় উড়তে থাকা হেলিকপ্টার ধ্বংসে সক্ষম। এটি আফগান সেনাবাহিনীর প্রতিরক্ষা কার্যক্রমে এক নতুন শক্তি এনে দিয়েছে।

ইসলামি ইমারাতের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ভূখণ্ডের সুরক্ষায় জাতীয় সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি তাদের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগ তারই অংশ।

আফগান প্রতিরক্ষা ব্যবস্থায় এমন প্রযুক্তির সফল সংযোজন দেশের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

আমাদের ফলো করুন