চিরপ্রতিদ্বন্দ্বী ম্যান ইউনাইটেডের কাছে ঘরের মাঠে পয়েন্ট হারালো লিভারপুল

চিরপ্রতিদ্বন্দ্বী ম্যান ইউনাইটেডের কাছে ঘরের মাঠে পয়েন্ট হারালো লিভারপুল
চিরপ্রতিদ্বন্দ্বী ম্যান ইউনাইটেডের কাছে ঘরের মাঠে পয়েন্ট হারালো লিভারপুল। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে জমজমাট এক লড়াইয়ে লিভারপুলকে আটকে দিয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল অনুষ্ঠিত এই ম্যাচে ২-২ গোলে ড্র করে শীর্ষে থাকা লিভারপুলকে আট পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করল ম্যান ইউনাইটেড।

অ্যানফিল্ডে তীব্র শীতের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধ ছিল নাটকীয়তায় ভরপুর। ম্যাচের ৫৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে দারুণ সমন্বয় করে ইউনাইটেডের হয়ে গোল করেন লিসান্দ্রো মার্টিনেজ।

এরপর ঘুরে দাঁড়ায় লিভারপুল। ৫৮ মিনিটে কোডি গাকপো দুর্দান্ত এক শটে গোল করে দলকে সমতায় ফেরান। এরপর ৭০ মিনিটে ডি লিটের হাতে বল লাগায় পেনাল্টি পায় লিভারপুল, যা থেকে গোল করেন মোহাম্মদ সালাহ।

ম্যাচ শেষের ১০ মিনিট আগে খেলা আবারও নাটকীয়তায় মোড় নেয়। ম্যান ইউনাইটেডের তরুণ তারকা আমাদ দিয়ালো গোল করে স্কোরলাইন ২-২ করেন। শেষ মুহূর্তে জয়ের সুযোগ পেলেও ইউনাইটেড অধিনায়ক হ্যারি ম্যাগুইয়ার গোল করতে ব্যর্থ হন।

এই ড্রয়ের ফলে লিভারপুল এখনো শীর্ষে থাকলেও দ্বিতীয়স্থানে থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান ছয় পয়েন্ট। অন্যদিকে, রুবেন আমোরিমের দল এই ড্রয়ের ফলে ১৩তম স্থানে উঠে এসেছে।

আমাদের ফলো করুন