আফগানিস্তানের পাকতিয়ায় ২১টি পানি নিয়ন্ত্রণ প্রকল্প সম্পন্ন

পাকতিয়ায় ২১টি পানি নিয়ন্ত্রণ প্রকল্প সম্পন্ন
পাকতিয়ায় ২১টি পানি নিয়ন্ত্রণ প্রকল্পের একটি। ছবি : সংগৃহীত

পানি ব্যবস্থাপনার উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে আফগানিস্তানের পাকতিয়া প্রদেশ। চলতি বছরে প্রদেশটিতে ২১টি পানি নিয়ন্ত্রণ প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হয়েছে প্রায় ৪০ মিলিয়ন আফগানি।

পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রকল্পগুলোর আওতায় বাঁধ নির্মাণ ও সংস্কার, খাল খনন, পুকুর পুনর্গঠন এবং সুপেয় পানির কূপ নির্মাণ করা হয়েছে। গারদেজ, জুরমাত ও রুহানি বাবা জেলার বিভিন্ন এলাকায় এসব কাজ সম্পন্ন হয়েছে।

প্রকল্পগুলো পাকতিয়ার পানি ও জ্বালানি দপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। বাস্তবায়নে আর্থিক সহায়তা দিয়েছে বিভিন্ন দাতা সংস্থা।

পানি ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এসব প্রকল্পের মাধ্যমে পাকতিয়ার পানি সম্পদের ব্যবস্থাপনা আরও উন্নত হবে। একই সঙ্গে লক্ষ্যমাত্রাভুক্ত এলাকাগুলোতে সুপেয় পানি ও সেচ ব্যবস্থার সুবিধা নিশ্চিত করা যাবে।

উল্লেখ্য, এই উদ্যোগ পাকতিয়া অঞ্চলের কৃষি ও জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আমাদের ফলো করুন