তীব্র তুষারপাত ও তুষারঝড়ে বন্ধ হয়ে যাওয়া আফগানিস্তানের বিখ্যাত সালাং টার্নেল পুনরায় খুলে দেওয়া হয়েছে। উত্তরাঞ্চলকে রাজধানী কাবুল ও দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সংযুক্তকারী এই গুরুত্বপূর্ণ পথটি ফের চলাচলের উপযোগী করেছে আফগানিস্তানের গণপথ মন্ত্রণালয়।
গণপথ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, রাস্তার বরফ সরানোর পাশাপাশি বালু ও লবণ ছিটিয়ে এটি পুনরায় চালু করা হয়েছে। এ কাজ এখনো চলছে, যাতে গাড়ি ও ট্রাক নিরাপদে চলাচল করতে পারে।
উল্লেখ্য, সালাং টার্নেল আফগানিস্তানের অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক পথ। প্রতিদিন হাজারো গাড়ি এই রুট দিয়ে চলাচল করে। তবে শীতকালে এটি প্রায়ই বন্ধ হয়ে যায়। কারণ, বরফ আর ঝোড়ো হাওয়ার কারণে রাস্তাটি বিপজ্জনক হয়ে ওঠে।
বর্তমানে এই অঞ্চলে প্রচণ্ড শীতের প্রকোপ চলছে। তুষারপাত ও ঝড়ো বাতাসে পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
সূত্র: হুররিয়াত রেডিও







