মধ্য আফ্রিকার দেশ চাদ থেকে ফরাসি সেনাবাহিনী তাদের সামরিক উপস্থিতি ও সরঞ্জাম সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে। ফ্রান্সের এই প্রত্যাহার প্রক্রিয়া আগামী ৩১ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। ইতিমধ্যেই ইউক্রেনীয় An-124-100M কার্গো বিমানে ট্যাঙ্কসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম লোড করার ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে।
চাদের প্রেসিডেন্ট মোহামত ইদ্রিস দেবি গত বছরের নভেম্বর মাসে ফ্রান্সের সঙ্গে বিদ্যমান সামরিক সহযোগিতা চুক্তি বাতিল করার ঘোষণা দেন। তিনি এই চুক্তিগুলোকে অপ্রচলিত ও শোষণমূলক হিসেবে মনে করেন। প্রেসিডেন্ট দেবির মতে, চুক্তিগুলো ফ্রান্সের উপনিবেশিক মানসিকতার ধারাবাহিকতারই অংশ।
চাদের এই সাহসী পদক্ষেপ আফ্রিকার অন্যান্য দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠেছে। পশ্চিমা শক্তির দীর্ঘদিনের শোষণ ও সামরিক আধিপত্যের বিরুদ্ধে চাদের এই অবস্থান আফ্রিকার মুসলিম দেশগুলোর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।