আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, দলটি আগামী ২/৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে রাজনীতিতে সক্রিয় হবে। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৯ জানুয়ারি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভার্চুয়াল বৈঠকে নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন। এটি তার প্রথম দলীয় বৈঠক হতে যাচ্ছে। এই উদ্যোগটি এমন সময় নেওয়া হয়েছে যখন দলের অনেক সিনিয়র নেতা জেলে বা আত্মগোপনে রয়েছেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম জানিয়েছেন, শেখ হাসিনা তৃণমূলের নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তার ভাষ্য, ‘সব প্রতিকূলতা মোকাবিলা করে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে।’
অন্যদিকে, শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার পাসপোর্ট বাতিলের বিষয়ে দলটির নেতারা জানিয়েছেন, তিনি লন্ডনসহ বিভিন্ন স্থানের নেতাদের সঙ্গেও যোগাযোগ করছেন।
আওয়ামী লীগের পুনর্গঠনের এ প্রচেষ্টা সম্পর্কে নাছিম বলেন, ‘আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছি। শেখ হাসিনা নিজেই তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। অচিরেই আওয়ামী লীগ রাজনীতিতে ঘুরে দাঁড়াবে।’