ইসলামি ইমারাত আফগানিস্তান রাশিয়ার সাথে তরল প্রাকৃতিক গ্যাস পরিবহনের নতুন চুক্তি করতে যাচ্ছে। চুক্তির আওতায় ৫০ মিলিয়ন ঘনমিটার গ্যাস আফগানিস্তানের ভূমি ব্যবহার করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সরবরাহ করা হবে। আফগানিস্তানে রাশিয়ার বাণিজ্য কেন্দ্রের প্রধান রুস্তম খাবিবুলিন এই তথ্য জানিয়েছেন।
খাবিবুলিন জানান, ২০২৫ সালে কাজানে অনুষ্ঠিতব্য বৈঠকে চুক্তিটি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। চুক্তি বাস্তবায়নে সড়কপথে বিশেষ ট্যাংকার ব্যবহার করা হবে। এর আগে পরীক্ষামূলকভাবে গ্যাস পরিবহন সফল হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া ২০২৩ সালে কাজান বৈঠকে রাশিয়া থেকে ৫০ মিলিয়ন টন তেলজাত পণ্য পরিবহনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ২০২৪ সালে আরও একটি চুক্তির মাধ্যমে ২০ লাখ টন গম ও ময়দা সরবরাহ নিশ্চিত করা হয়।
আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজি জানিয়েছেন, সম্প্রতি ইসলামি ইমারাত সরকার রাশিয়ার বিভিন্ন কোম্পানির সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তি করছে। এসব চুক্তির আওতায় তেল ও তেলজাত পণ্য আমদানি করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে নতুন এই গ্যাস পরিবহন চুক্তি আফগানিস্তানের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পারে। একই সাথে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে রাশিয়ার প্রভাব বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: হুররিয়াত রেডিও







