বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের জন্য দলটির নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত।
দলে আছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এ ছাড়া তরুণ প্রতিভাবান ব্যাটারদের মধ্যে আছেন তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, জাকের আলি এবং পারভেজ হোসেন ইমন। বোলিং আক্রমণে রয়েছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন। অলরাউন্ডার হিসেবে দলে আছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিব।
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ফলাফল করতে প্রস্তুত বলে আশা প্রকাশ করেছেন বিসিবি কর্মকর্তারা। দলটি নিয়ে সমর্থকদের প্রত্যাশাও অনেক বেশি।
বাংলাদেশের পূর্ণ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী আনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা।