নিউজনেস্ট

জানুয়ারির ১১ দিনে রেমিট্যান্স আসল ৮৮৩৯ কোটি টাকা

সাত মাসে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ১৬ বিলিয়ন ডলার
সাত মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৫.৯৬ বিলিয়ন ডলার। ছবি: নিউজনেস্ট

চলতি জানুয়ারির প্রথম ১১ দিনে বৈধপথে রেমিট্যান্স এসেছে ৭৩ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮৮৩৯ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, এ সময়ে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৬৯ লাখ ডলার।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ১৯ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলো এনেছে ৫০ কোটি ৭৩ লাখ ডলার, যা অন্যদের তুলনায় বেশি।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১৩৭৭ কোটি ডলার। আগের বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১০৮০ কোটি ডলার। এক বছরে রেমিট্যান্স বেড়েছে ২৯৭ কোটি ডলার।

অর্থনীতিবিদদের মতে, বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রণোদনা ও সরকারি পদক্ষেপে প্রবাসী আয়ের ধারা ইতিবাচকভাবে বাড়ছে। এটি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত