নিউজনেস্ট

লিটন-তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে বিপিএলে রেকর্ড করলো ঢাকা ক্যাপিটালস

লিটন-তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে বিপিএলে রেকর্ড করলো ঢাকা ক্যাপিটালস
বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ জুটির রেকর্ড ভাঙলেন লিটন-তামিম। ছবি: ঢাকা ক্যাপিটালস

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ এক নজিরবিহীন ব্যাটিং প্রদর্শনী উপহার দিল ঢাকা ক্যাপিটালস। রাজশাহীর বিপক্ষে ২০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান ২৫৪। লিটন দাস এবং তানজিদ তামিমের অসাধারণ জুটিতে এই রেকর্ড গড়ে ঢাকা।

লিটন দাস খেলেন ৫৫ বলে ১২৫ রানের এক বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ১০টি চার ও ৯টি ছক্কার মার। অপরদিকে তানজিদ তামিম ৬টি চার এবং ৮টি ছক্কায় করেন ৬৪ বলে ১০৮ রান। এই জুটি অন্যতম সেরা পার্টনারশিপ হিসেবে বিপিএলের ইতিহাসে জায়গা করে নিয়েছে।

রাজশাহীর বোলারদের মধ্যে একমাত্র শফিউল ইসলাম ১টি উইকেট নিতে সক্ষম হন, তবে তার বোলিং ফিগার ছিল ৪ ওভারে ৬২ রান। তাসকিন আহমেদ কোনো উইকেটের দেখা না পেলেও বেশ টাইট বোলিং করেছেন। চার ওভার বল করেছেন মাত্র ২৯ রান খরচ করে। বাকিরা ছিলেন সম্পূর্ণ ব্যর্থ।

এই রেকর্ড ইনিংসের পর ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই লিটন ও তামিমের জুটির প্রশংসা করেছেন এবং এটি বিপিএলের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে চিহ্নিত করছেন।

ক্রীড়া ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত