তারিখ প্রদর্শন

পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে ধস, নিহত ১১

পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে ধস, নিহত ১১
পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে ধস, নিহত ১১। ছবি: গেটি

পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় একটি কয়লা খনি ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। আজ রোববার দেশটির গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, কোয়েটার সানজিদি এলাকায় বৃহস্পতিবার ওই দুর্ঘটনা ঘটে। গ্যাস জমে বিস্ফোরণের পর খনিটি ধসে পড়ে। এতে ১২ জন শ্রমিক আটকে পড়েন। প্রথম দিন চারজনের মরদেহ উদ্ধার করা হলেও, পরবর্তী তিনদিনে আরও সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, খনি থেকে মরদেহগুলো ৩৬০০ ফুট গভীর থেকে উদ্ধার করা হয়েছে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসাবশেষ সরানো হলেও বিদ্যুতের লাইন স্থাপন ও ধ্বংসাবশেষ অপসারণে সময় লাগায় উদ্ধার কাজে বিলম্ব হয়।

পাকিস্তানের খনি বিভাগের প্রধান পরিদর্শক জানিয়েছেন, দুর্ঘটনার পর থেকে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। তবে এখনও নিখোঁজ শ্রমিকের সন্ধানে তৎপরতা চালানো হচ্ছে।

উল্লেখ্য, পাকিস্তানের কয়লা খনিগুলোতে প্রায়শই নিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয়। ফলে সাম্প্রতিক বছরগুলোতে বহু দুর্ঘটনা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন অসংখ্য শ্রমিক।

আমাদের ফলো করুন