নিউজনেস্ট

নিয়ন্ত্রণরেখায় মাইন বিস্ফোরণে ছয় ভারতীয় সেনা আহত

নিয়ন্ত্রণরেখায় মাইন বিস্ফোরণে ছয় ভারতীয় সেনা আহত
নিয়ন্ত্রণরেখায় মাইন বিস্ফোরণে ছয় ভারতীয় সেনা আহত। ছবি : JK News Point

জম্মু ও কাশ্মীরের রাজৌরির নওশেরা এলাকার ভাওয়ানি সেক্টরের মাকরি অঞ্চলে নিয়ন্ত্রণরেখার (LoC) কাছে এক অনিচ্ছাকৃত মাইন বিস্ফোরণে ছয় ভারতীয় সেনা আহত হয়েছেন।

মঙ্গলবার নিয়মিত টহলের সময় দুর্ঘটনাক্রমে একটি মাইনের উপর পা রাখলে এই বিস্ফোরণ ঘটে বলে সেনা সূত্রে জানা গেছে।

আহত সেনাদের দ্রুত চিকিৎসার জন্য রাজৌরির ১৫০ জেনারেল হাসপাতালে (GH) নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের আঘাত তেমন গুরুতর নয় এবং তারা সবাই স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত