পাকিস্তান বাংলাদেশকে সঙ্গে নিয়ে শক্তিশালী নিরাপত্তা জোট গঠন করতে চায়। এ বিষয়ে সম্প্রতি দুই দেশের সেনাবাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর)।
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গতকাল মঙ্গলবার সেনা সদর দপ্তরে দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। বৈঠকের পর আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষই সম্মত হয়েছেন, বহির্বিশ্বের প্রভাব সত্ত্বেও বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ভ্রাতৃপ্রতিম এবং তা আরও দৃঢ় হওয়া উচিত।
বৈঠকে প্রতিরক্ষা খাতে সহযোগিতা, যৌথ উদ্যোগ এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেন, ‘দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর যৌথ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সম্পর্ক পুরো অঞ্চলের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
বিশ্লেষকদের মতে, পাকিস্তান দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে সঙ্গে নিয়ে প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে। তবে দুই দেশের অতীত ইতিহাস এবং রাজনৈতিক বাস্তবতা এই সম্পর্কের পথে নানা চ্যালেঞ্জ সৃষ্টি করেছিল, যা এখন ধাপে ধাপে কাটিয়ে উঠছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে বাংলাদেশে আলোচনা হচ্ছে। অনেকেই মনে করছেন, দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা নিশ্চিতের প্রশ্নে এই জোটের বাস্তবায়ন অনেক গুরুত্বপূর্ণ।