ভারতের মধ্যাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন অন্তত ১২ মাওবাদী। গতকাল শুক্রবার ১৭ জানুয়ারি পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
ছত্রিশগড়ের বিজাপুর জেলার গভীর জঙ্গলে বৃহস্পতিবার এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অঞ্চলটি মাওবাদী বিদ্রোহীদের আক্রমণের জন্য পরিচিত।
বিজাপুর পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সুন্দররাজ পি. সংবাদ সংস্থা এএফপিকে বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১২ মাওবাদী নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।
সরকারি তথ্যমতে, গত বছর নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই শতাধিক মাওবাদী বিদ্রোহী নিহত হন। এ পরিস্থিতিতে নয়াদিল্লি বিদ্রোহ দমনে কৌশলগত পদক্ষেপ জোরদার করেছে।
উল্লেখ্য, মাওবাদীরা ভারতের বিভিন্ন অঞ্চলে সরকারি বাহিনীর ওপর প্রাণঘাতী হামলা চালিয়ে আসছে। চলতি মাসেই সড়কে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ছত্রিশগড়ে ৯ সেনা নিহত হয়।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ২০২৬ সালের মধ্যে মাওবাদী বিদ্রোহীদের পুরোপুরি দমন করা সম্ভব হবে।
মাওবাদী বিদ্রোহীরা গত কয়েক দশক ধরে সামাজিক ন্যায়বিচার এবং জমি অধিকারসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। তবে ভারত সরকারও বিদ্রোহীদের মোকাবিলায় বিভিন্ন দিক থেকে অভিযান পরিচালনা করছে।
সূত্র: এএফপি