নিউজনেস্ট

শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষ, তীব্র উত্তেজনায় সীমান্ত এলাকা

শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষ, তীব্র উত্তেজনায় সীমান্ত এলাকা
শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষ। ছবি : সংগৃহীত

আজ শনিবার ১৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে শুরু হওয়া এ সংঘর্ষ এখনও থেমে থেমে চলছে। ফলে উত্তেজনায় পুরো সীমান্ত এলাকা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ৫০০ থেকে ৬০০ ভারতীয় নাগরিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। তাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলেন। এতে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

স্থানীয় বাসিন্দারা জানান, সংঘর্ষের সময় ভারতীয় পক্ষ থেকে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় এক বিজিবি সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সক্রিয় থাকলেও এ বিষয়ে বিস্তারিত জানার জন্য মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

এ সংঘর্ষের ঘটনায় সীমান্ত এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয়রা জানান, এমন উত্তেজনাকর পরিস্থিতি এর আগেও ঘটেছে। তবে আজকের সংঘর্ষের মাত্রা ছিল অনেক বেশি।

সীমান্তের পরিস্থিতি শান্ত রাখতে বিজিবি এবং স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।

সীমান্তের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে স্থানীয়দের দাবি, সীমান্ত নিরাপত্তা জোরদার করা জরুরি। তবে দুপুর ৩টা পর্যন্ত সংঘর্ষের উত্তাপ কমার কোনো লক্ষণ দেখা যায়নি।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত