নিউজনেস্ট

ট্রাম্পের প্রথম দিন থেকেই অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু

ট্রাম্পের প্রথম দিন থেকেই অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু
ট্রাম্পের প্রথম দিন থেকেই অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করতে যাচ্ছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ট্রাম্পের অভিষেকের পরই (২০ জানুয়ারি) এই অভিযান শুরু হবে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষত শিকাগো, নিউইয়র্ক সিটি এবং লস অ্যাঞ্জেলেসের মতো শহরগুলোতে এই অভিযান পরিচালিত হবে। ট্রাম্পের ঘোষণার ভিত্তিতে, এটি হতে পারে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় নির্বাসন কার্যক্রম।

ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সংস্থা ইতোমধ্যেই এই পরিকল্পনায় কাজ শুরু করেছে। এর আওতায় শুধু অপরাধীদের নয়, বহু বছর ধরে দেশটিতে বসবাস করা নিরপরাধ অভিবাসীদেরও গ্রেপ্তার করা হতে পারে।

ট্রাম্পের ‘বর্ডার জার’ টম হোম্যান জানিয়েছেন, প্রথম দিন থেকেই অভিযান বড় পরিসরে শুরু হবে। বিশেষ করে শিকাগোকে গণ-প্রত্যাবাসনের কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নেওয়া হয়েছে।

জো বাইডেনের আমলে গুরুতর অপরাধীদের বিরুদ্ধে অভিযান সীমাবদ্ধ ছিল। তবে ট্রাম্প প্রশাসন সব ধরনের অবৈধ অভিবাসীকে লক্ষ্যবস্তু করতে চায় বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত