নিউজনেস্ট

নাইজেরিয়ায় ভয়াবহ ট্যাংকার বিস্ফোরণে প্রাণহানি ৭০

নাইজেরিয়ায় ভয়াবহ ট্যাংকার বিস্ফোরণে প্রাণহানি ৭০
নাইজেরিয়ায় ভয়াবহ ট্যাংকার বিস্ফোরণে প্রাণহানি ৭০। ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার ১৮ জানুয়ারি ডিক্কো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্যাংকারটি উল্টে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা জ্বালানি সংগ্রহ করতে গেলে বিস্ফোরণ ঘটে।

ফেডারেল রোড সেফটি কর্পস (এফআরএসসি) জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্যাংকারে ৬০ হাজার লিটার পেট্রোল ছিল। এফআরএসসি প্রধান কুমার সুকওয়ামের মতে, বিস্ফোরণের পর বেশির ভাগ মৃতদেহ এতটাই পুড়ে গেছে যে তাদের চেনা সম্ভব নয়। বর্তমানে ঘটনাস্থল পরিষ্কার করার কাজ চলছে।

এ ঘটনার পর নাইজারের গভর্নর উমারু বাগো এক বিবৃতিতে বলেন, এই বিস্ফোরণ উদ্বেগজনক ও হৃদয়বিদারক এক ঘটনা। তিনি আরও জানান, আহত অনেকের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে।

নাইজেরিয়ায় চলমান অর্থনৈতিক সংকটের কারণে জ্বালানি তেলের দাম গত ১৮ মাসে পাঁচ গুণ বেড়েছে। দারিদ্র্য এবং উচ্চ মূল্যবৃদ্ধির ফলে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে দুর্ঘটনাগ্রস্ত ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহে বাধ্য হয়েছিলেন ।

এর আগে, গত অক্টোবরে জিগাওয়া রাজ্যে এমন আরেকটি ট্যাংকার বিস্ফোরণে ১৭০ জনের বেশি প্রাণ হারিয়েছিল। এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা নাইজেরিয়ায় ক্রমেই সাধারণ ঘটনায় পরিণত হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত