নিউজনেস্ট

নিকাবের কারণে চ্যানেল আইয়ের টকশো থেকে বাদ সহ-সমন্বয়ক নাফিসা

নিকাব পরার কারণে চ্যানেল আইয়ের টকশো থেকে বাদ সহ-সমন্বয়ক নাফিসা
নিকাব পরার কারণে চ্যানেল আইয়ের টকশো থেকে বাদ সহ-সমন্বয়ক নাফিসা। ছবি: নাফিসার টাইমলাইন

আজ বিকেল ৩টায় চ্যানেল আইয়ের একটি টকশোতে অংশগ্রহণের আমন্ত্রণ পান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফি। আমন্ত্রণ গ্রহণ করে তিনি চ্যানেল আইয়ের শিকদার নামের একজন কর্মকর্তাকে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।

পরে শিকদারকে নাফিসা জানান, তিনি নিকাব পরে টকশোতে অংশগ্রহণ করবেন। শিকদার এ তথ্য চ্যানেল আইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। কিন্তু নিকাব পরে অংশগ্রহণের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ গ্রহণ করেনি।

এরপর নাফিসা ইসলাম সাকাফি জানান, তিনি নিকাবের পরিবর্তে মাস্ক পরে অংশ নেবেন। এই প্রস্তাবও চ্যানেল আই কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করে। ফলে তাকে বাদ দিয়ে অন্য কাউকে টকশোর জন্য নির্বাচন করা হয়।

এই সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন তোলেন জাহিদ নামের আরেকজন কর্মকর্তা। তিনি শিকদারকে বলেন, ‘নিকাব পরে মেয়েরাও তো আন্দোলন করেছে। তাহলে নিকাব পরে টকশোতে অংশ নেওয়া যাবে না কেন?’ শিকদার জবাবে জানান, এটি উর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত।

এ পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম এবং লিগাল সেলের সদস্য ফারদিন টকশোতে অংশ নেবেন কিনা, তা এখন দেখার বিষয়, বলেছেন নাফিসা ইসলাম।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত