নিউজনেস্ট

বুথিডংয়ে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির কারফিউ ও নিষেধাজ্ঞা, রোহিঙ্গা মুসলিমদের দুর্বিষহ জীবন

বুথিডংয়ে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির কারফিউ ও নিষেধাজ্ঞা, রোহিঙ্গা মুসলিমদের দুর্বিষহ জীবন
সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির কারফিউ জারি। ছবি : সংগৃহীত

মিয়ানমারের বুথিডং এলাকায় মগ সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এসব বিধিনিষেধে স্থানীয় রোহিঙ্গা মুসলিমদের জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে।

সন্ত্রাসী আরাকান আর্মি সম্প্রতি বাংলাদেশি সিম ব্যবহার নিষিদ্ধ করেছে। এতে এলাকাবাসী কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফলে জরুরি প্রয়োজনে সাহায্য চাওয়ার পথও বন্ধ হয়ে গেছে।

ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ জারি করা হয়েছে। পাশাপাশি জনসমাবেশ ও পরিবহণে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা স্বাধীনভাবে চলাচল এবং স্থানীয়দের অর্থনৈতিক কার্যক্রম প্রায় সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। বিশেষ করে, মাছ ধরা ও নৌপরিবহন যাদের জীবিকার প্রধান উৎস, তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।

এছাড়া প্রত্যেক গ্রামবাসীকে জোরপূর্বক ‘গ্রাম পাহারার’ কাজে নিয়োজিত করা হয়েছে। এই নজরদারি কার্যক্রমের ফলে তাদের দৈনন্দিন জীবনে নতুন করে চাপ সৃষ্টি হয়েছে।

সন্ত্রাসী আরাকান আর্মির এসব কঠোর পদক্ষেপ স্থানীয় রোহিঙ্গা মুসলিমদের মধ্যে ভয়, হতাশা এবং মানবিক সংকট বাড়িয়ে তুলেছে। তাদের জীবনযাত্রা একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে।

এই সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিলম্বে এগিয়ে আসা জরুরি। সন্ত্রাসী আরাকান আর্মির শোষণ ও দমনমূলক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

বুথিডংয়ের মানুষ শান্তি ও স্বাভাবিক জীবনের প্রত্যাশায় দিন গুনছেন। তাদের এই সংকট নিরসনে বিশ্ববাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত