১৫ মাসের দীর্ঘ ইসরায়েলি আগ্রাসনের পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর প্রথম দিনে ৬৩৪টি ট্রাক মানবিক সহায়তা নিয়ে গাজায় প্রবেশ করেছে।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত (স্থানীয় সময়) এসব ট্রাক গাজায় প্রবেশ করেছে।
উক্ত কর্মকর্তা জানান, ৬৩৪ ট্রাকের মধ্যে ৩১০টি উত্তর গাজায় গেছে। এতে জ্বালানি, ওষুধ, খাদ্য সামগ্রী এবং শাকসবজি ও ফলমূল ছিল। বাকি ৩২৪টি ট্রাক দক্ষিণ গাজায় প্রবেশ করেছে।
এর আগে রোববার সকাল থেকে ৫৫২টি ট্রাক গাজায় প্রবেশ করেছিল। এর মধ্যে ২৪২টি ট্রাক উত্তর গাজায় সহায়তা পৌঁছে দিয়েছে।
গত বছরের ২৪ মে থেকে কেরেম শালোম সীমান্ত দিয়ে গাজায় সহায়তা প্রবেশ করছে। এর আগে ইসরায়েলি বাহিনী রাফাহ সীমান্ত দখল করে তা ধ্বংস করেছিল। পাশাপাশি অনির্দিষ্ট সময়ের জন্য তা বন্ধ করে দিয়েছিল।
চলমান যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রতিদিন ৬০০টি ট্রাক সহায়তা গাজায় প্রবেশ করবে। সপ্তম দিনে গাজা ও মিশরের মধ্যে রাফাহ সীমান্ত পুনরায় খুলে দেওয়া হবে।
দখলদার ইসরায়েল গত ১৮ বছর ধরে গাজাকে অবরুদ্ধ করে রেখেছে। এই অবরোধ গাজাকে বিশ্বের সবচেয়ে বড় কারাগারে পরিণত করেছে। এতে প্রায় ২৩ লাখ বাসিন্দার মধ্যে ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়াও যারা বাস্তুচ্যুত হয়েছেন তারা খাদ্য, পানি এবং ওষুধের তীব্র সংকটে মানবেতর জীবনযাপন করছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি