ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে বোমা হামলার হুমকি নিয়ে চরম সতর্কতায় রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে এই হুমকি দেওয়া হয়, যা বিমান অবতরণের আগেই কর্তৃপক্ষের কানে পৌঁছে।
আজ বুধবার ২২ জানুয়ারি সকাল ৯টা ৩৫ মিনিটে ফ্লাইটটি ঢাকায় নিরাপদে অবতরণ করে। এতে ২৫০ যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন। সবাইকে দ্রুত বিমান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বিমানবন্দরের প্রধান নির্বাহী কামরুল ইসলাম জানান, যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদে আছেন। তবে বিমানে বোমার হুমকির বিষয়টি নিশ্চিত হতে বোমা নিষ্ক্রিয়কারী দল এবং যৌথবাহিনী কাজ করছে। বিমানটিকে বর্তমানে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে।
রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে গতকাল মঙ্গলবার ২১ জানুয়ারি স্থানীয় সময় রাত ৮টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে কোনো এক যাত্রীর কাছ থেকে বোমা বিস্ফোরণের হুমকি আসে। এই খবর পৌঁছানোর পরই ঢাকায় সতর্ক অবস্থা জারি করা হয়।
ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক তৎপর। বিমানটি ঘিরে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। হুমকির উৎস শনাক্তে তদন্ত শুরু হয়েছে। তবে এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। যেকোনো সন্দেহজনক ঘটনা বা তথ্য দ্রুত জানাতে বলা হয়েছে।
এ ধরনের পরিস্থিতিতে যাত্রীদের সহমর্মিতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিমানবন্দরে যাত্রীদের চলাচলে কোনো সমস্যার সম্মুখীন হলে দ্রুত সাহায্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।