২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে করাচিতে আয়োজিত ক্যাপ্টেন’স ইভেন্টে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। ১৬ বা ১৭ ফেব্রুয়ারি এই ইভেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বিসিসিআই জানিয়েছে, এ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি।
বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, রোহিতের পাকিস্তান সফর এখনো এজেন্ডায় আসেনি। রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও আইসিসি ইভেন্টে তাদের মুখোমুখি হতে দেখা যায়।
ভারত আগে থেকেই জানিয়েছে, পাকিস্তানে কোনো ম্যাচ না খেলে হাইব্রিড মডেলে তাদের ম্যাচ দুবাইতে খেলবে। অন্যদিকে, পিসিবি আইসিসিকে সকল দলের অধিনায়কদের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে বলেছে।
তবে বিসিসিআই নিশ্চিত করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি সংক্রান্ত সব নিয়ম আইসিসির নির্দেশনা অনুযায়ী মেনে চলা হবে। ইভেন্টের লজিস্টিকস এবং চূড়ান্ত তারিখ এখনো আইসিসি চূড়ান্ত করেনি।
সূত্র: ইএসপিএন







