চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির বিপক্ষে পিএসজির দুর্দান্ত প্রত্যাবর্তন

ম্যাচ জয়ের পর পিএসজির খেলোয়াড়দের উল্লাস। ছবি: উয়েফা

চ্যাম্পিয়ন্স লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। গতকাল রাতে প্যারিসের পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত এই ম্যাচে দুই গোলে পিছিয়ে থাকা পিএসজি দারুণ এক কামব্যাকের মাধ্যমে গার্দিওলার দলকে হতাশায় নিমজ্জিত করেছে।

এই জয়ের ফলে পিএসজি পয়েন্ট টেবিলের ২২ নাম্বারে উঠে এসেছে, অন্যদিকে সিটি পিছিয়ে পড়ে এখন অবস্থান করছে ২৫ নাম্বারে। লিগ পর্বে তাদের প্লে-অফে যাওয়ার আশাও এখন হুমকির মুখে।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও কেউ গোলের দেখা পায়নি। পিএসজির হয়ে ফাবিয়ান রুইজের একটি হাফ-ভলি সিটির ডিফেন্ডার জোসকো ভার্দিওল লাইনের কাছ থেকে ক্লিয়ার করেন। আর আশরাফ হাকিমির একটি গোল ভিএআর রিভিউয়ের পর বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের গতিপথ বদলে যায়। ৫০ মিনিটে সিটির হয়ে প্রথম গোলটি করেন জ্যাক গ্রিলিশ। বার্নার্দো সিলভার শট থেকে ফিরতি বল পেয়ে গ্রিলিশ স্কোর করেন। তিন মিনিট পরেই এরলিং হালান্ড কাছ থেকে বল জালে জড়িয়ে ব্যবধান ২-০ করেন।

তবে পিএসজি দ্রুতই ম্যাচে ফিরে আসে। ৫৬ মিনিটে ওসমান ডেম্বেলে ব্রাডলি বারকোলার ক্রস থেকে গোল করে ব্যবধান কমান। এরপর ৬০ মিনিটে তরুণ খেলোয়াড় ব্রাডলি বারকোলা আবারও দারুণভাবে গোল করে দলকে সমতায় ফেরান। 

ম্যাচের ৭৮ মিনিটে ভিতিনহার ফ্রি-কিক থেকে সৃষ্ট গোলমুখে সিটির ডিফেন্স ভুল করলে জোয়াও নেভেস পেছনের পোস্ট থেকে হেডে গোল করেন। অতিরিক্ত সময়ে গনসালো রামোস পিএসজির চতুর্থ গোলটি করেন। তবে ভিএআরের দীর্ঘ রিভিউ শেষে এটি নিশ্চিত হয়।

ম্যানসিটির বিপক্ষে এই নাটকীয় জয়ের ফলে পিএসজির আত্মবিশ্বাস আরও দৃঢ় হলো, অন্যদিকে গার্দিওলার দলের প্লে-অফে জায়গা পাওয়ার সম্ভাবনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

সূত্র: ফুটমোব
আমাদের ফলো করুন