নিউজনেস্ট

ভারতের ব্যাঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা!

ভারতের ব্যাঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা!
ধর্ষণের প্রতিকি ছবি। ছবি : সংগৃহীত

ভারতের ব্যাঙ্গালুরুতে এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার ২৪ জানুয়ারি সকালে রামমূর্তি নগরের কলকেরে লেকের পাশে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তরুণীর নাম নাজমা। তিনি ব্যাঙ্গালুরুর একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরের দিন সকালে পথচারীরা লেকের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ জানিয়েছে, তার মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, নাজমার কাছে কোনো বৈধ নথি পাওয়া যায়নি। তবে তার স্বামী সুমন বৈধ পাসপোর্ট নিয়ে ছয় বছর ধরে ভারতে বসবাস করছেন। তিনি স্থানীয় সিটি কর্পোরেশনে কাজ করেন। দম্পতির তিন সন্তান বাংলাদেশে আত্মীয়দের সঙ্গে থাকে।

পুলিশের ধারণা, নাজমাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে। তদন্তে আরও জানা গেছে, তার মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল। হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এই হত্যাকাণ্ড ব্যাঙ্গালুরুতে অভিবাসী বাংলাদেশিদের নিরাপত্তাহীনতা ও মানবিক সংকটের বিষয়টি সামনে এনেছে। একইসঙ্গে এটি নারীর প্রতি সহিংসতার ভয়াবহ চিত্র তুলে ধরেছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত