অ্যানফিল্ডে দারুণ ফর্মে থাকা লিভারপুল ৪-১ গোলে হারাল ইপসউইচ টাউনকে। কোডি গাকপোর দুর্দান্ত পারফরম্যান্স এবং প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে গিয়ে লিভারপুল সহজ জয় তুলে নেয়।
ম্যাচের ১১ মিনিটেই ডমিনিক সোবাস্লাইয়ের গোলে লিভারপুল এগিয়ে যায়। ইব্রাহিমা কোনাতের সহায়তায় পাওয়া এই গোল লিভারপুলের আক্রমণের সূচনা করে। এরপর ৩৫ মিনিটে কোডি গ্যাকপোর পাস থেকে দুর্দান্ত গোল করেন মোহাম্মদ সালাহ। প্রথমার্ধের শেষ দিকে গ্যাকপো নিজেই গোল করে ব্যবধান করেন ৩-০।
দ্বিতীয়ার্ধে কিছুটা সমতা ফিরলেও ৬৬ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ক্রস থেকে মাথা ছুঁইয়ে নিজের দ্বিতীয় গোল করেন গ্যাকপো। তবে শেষ মুহূর্তে ইপসউইচের জ্যাকব গ্রিভস জুলিও এনসিসোর অ্যাসিস্ট থেকে সান্ত্বনাসূচক একমাত্র গোলটি করেন।
এই জয়ে লিভারপুল প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করেছে। শিরোপার প্রতিদ্বন্দ্বী আর্সেনাল একই দিন উলভারহ্যাম্পটনের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেলেও, লিভারপুলের ছয় পয়েন্টের লিড অটুট রয়েছে এবং একটি ম্যাচ হাতে রয়েছে।
লিগ টেবিলের ১৮তম স্থানে থাকা ইপসউইচের জন্য দিনটি হতাশার হলেও লিভারপুলের জন্য এটি ছিল আরেকটি দাপুটে প্রদর্শনী।