ইসরায়েলের সেনাবাহিনী নেটজারিম করিডর থেকে তাদের বাহিনী প্রত্যাহার শুরু করেছে। আজ সোমবার দেশটির চ্যানেল ১২ এই তথ্য জানিয়েছে।
এদিকে হামাস জানিয়েছে, মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে। এর আওতায় উত্তর গাজায় শরণার্থীদের ফেরার প্রক্রিয়া আজ সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ সকাল থেকে শুরু হবে।
হামাস এক বিবৃতিতে জানায়, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শরণার্থীদের উত্তরে ফেরার পথে যে বাধা সৃষ্টি করেছিল, তা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিরোধ আন্দোলনের হাতে থাকা বন্দি আরবেল ইয়াহুদ ইস্যু সমাধানে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, শুক্রবারের মধ্যে বন্দি বিনিময়ের অতিরিক্ত একটি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এতে আরবেল ইয়াহুদের বিনিময়ে ইসরায়েলের আরও দুই বন্দি মুক্তি পাবে।
হামাস আরও জানিয়েছে, আগামী শনিবার নির্ধারিত বন্দি বিনিময়ের কার্যক্রম যথারীতি চলবে। এতে ইসরায়েলের তিন বন্দি মুক্তি পাবে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে শরণার্থীদের ফেরার জন্য আজ সকাল থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল ৭টা থেকে নেটসারিম পথ এবং রশিদ সড়ক (সমুদ্রপথ) দিয়ে শরণার্থীরা হেঁটে উত্তরে যেতে পারবেন। সকাল ৯টা থেকে সালাহউদ্দিন সড়ক দিয়ে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে। তবে যানবাহনগুলোকে নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।
সূত্র: আরটি অ্যারাবিক