এস্তাদি ওলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে গতকাল রাতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে বার্সেলোনা লা লিগায় তাদের জয়ের ধারায় ফিরে এসেছে। হ্যান্সি ফ্লিকের দল ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৭-১ গোলের বিশাল জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে।
এই জয়ে বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে। তবে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ এখনও ৭ পয়েন্ট এগিয়ে, যারা একই দিনে রিয়াল ভায়াদোলিদকে হারিয়েছে।
খেলার শুরুতেই বার্সেলোনা তাণ্ডব চালায়। ম্যাচের মাত্র ৩ মিনিটে লামিন ইয়ামালের ক্রস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ফ্রেঙ্কি ডি ইয়ং গোল করে দলকে এগিয়ে নেন। এরপর মাত্র পাঁচ মিনিটের মাথায় ফেরান তোরেস, আলেহান্দ্রো বালদের পাসে চমৎকার ফিনিশিংয়ে স্কোরলাইন ২-০ করেন।
রাফিনহা তার গোলের ধারাবাহিকতা বজায় রেখে তৃতীয় গোলটি করেন। ফার্মিন লোপেজের পাস ধরে গোলরক্ষক মামারদাশভিলিকে পরাস্ত করে সহজেই বল জালে জড়ান তিনি।
প্রথমার্ধেই বার্সেলোনা ভ্যালেন্সিয়ার ওপর আধিপত্য বিস্তার করে। ফার্মিন লোপেজের দুটি দারুণ গোল বার্সাকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেয়। রাফিনহার একটি শট পোস্টে লেগে ফিরে আসার পর লোপেজ বলটিকে গোলে পরিণত করেন।
দ্বিতীয়ার্ধে ভ্যালেন্সিয়ার হয়ে হুগো দুরো সান্ত্বনাসূচক এক গোল করেন। তবে বার্সেলোনার আক্রমণ থেমে থাকেনি। পরিবর্তিত খেলোয়াড় রবার্ট লেভানডোভস্কি হেডে গোল করে স্কোরলাইন ৬-১ করেন।
খেলার ৭৫ মিনিটে দুর্ভাগ্যজনকভাবে ভ্যালেন্সিয়ার সিজার টারেগা রাফিনহার ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন। ফলে বার্সেলোনা ৭-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।
এই জয় বার্সেলোনাকে নতুন করে আত্মবিশ্বাস জোগাবে এবং শীর্ষে ওঠার দৌড়ে বড় প্রভাব ফেলবে। লা লিগার শীর্ষস্থানের জন্য লড়াই আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।
সূত্র: ফুটমোব